অনলাইন ডেস্ক: প্রচলিত একটি কথা রয়েছে, মাঘের শীতে বাঘ পালায়। তবে বাঘ না পালালেও, মানুষ শীত থেকে পালানোর চেষ্টার কোনো ক্রটি রাখছে না। পৌষ মাসের শেষের দিনগুলোর হাড়কাঁপানো শীত যেন বলছে, যাচ্ছি এবার মাঘে। তবে গতকাল সোমবার সারা দেশে শীতের প্রকোপ কিছুটা হলেও কমেছে। সূর্যের মুখ কোথাও কোথাও দেখা মিললেও, উত্তাপ ছিল না।
আবহাওয়া অফিস বলছে, আকাশে এখন মেঘের ঘনঘটা। এই মেঘের প্রভাবে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির পর মেঘ কেটে গেলেই আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এমনকি মাঘ মাসের মাঝামাঝি নাগাদ উত্তর ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এ মাসেই রয়েছে মাঘী পূর্ণিমা। আবার এই মাসেই শুক্লা পঞ্চমী তিথিতে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। হাড়কাঁপানো শীতের মধ্যেই এই উৎসব পালন করতে হবে বলে আবহাওয়া অফিস আভাস দিয়েছে।
তবে গত রোববারের তুলনায় দেশের বিভিন্ন জেলায় কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। দিনাজপুরে রোববার তাপমাত্রা কমেছে। একইভাবে রংপুর, তেঁতুলিয়া, রাজশাহী, ঠাকুরগাঁওসহ আরও কয়েকটি জেলায় তাপমাত্রা কমেছে। তবে ঘন কুয়াশা এখনও অব্যাহত রয়েছে। ঘন কুয়াশার কারণে একটি ফ্লাইট শৈত্যপ্রবাহ কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার অর্থাৎ আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে কনকনে শীতে শুধু মানুষই দুর্ভোগের শিকার হচ্ছে না, এর সঙ্গে ফসলের ক্ষতি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শীতে আলুতে এক ধরনের রোগ দেখা দিয়েছে। একই সঙ্গে বোরোর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকার বাইরে শীতের প্রকোপে নওগাঁসহ বিভিন্ন জেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে।
Leave a Reply