অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না-সেই ঘোষণা আগেই দিয়েছিল কট্টর তালেবান সরকার। তারই ধারাবাহিকতায় এবার তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা এসেছে।
আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্তের এক মাসের মধ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশনা দিয়েছে। খবর রয়টার্সের।
শনিবার রয়টার্স উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষমতায় আসার পর থেকেই তালেবান নারীবৈরি নীতি ও কৌশল বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও কাজ থেকে দূরে রাখা হচ্ছে তাদের।
Leave a Reply