
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের ’শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের’শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩২বছর পর এই প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর ) বেলা ১১টায় কর্তৃপক্ষ উক্ত কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন, কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটি’র সভাপতি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ.ন.ম বজলুর রশীদ, একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছাক আলী, গিয়াস উদ্দিন, আব্দুস ছাত্তার, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠণিক সম্পাদক নাসির উদ্দিন, কলেজের সহকারী অধ্যাপক উজ্জল চৌধুরী, মো.বাদল মিয়া, প্রভাষক ওহিদুল ইসলাম, আরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুকুর আলী শিকদার ও সাংবাদিক বাবুল আকতার মুঞ্জুর।

এছাড়া কলেজ প্রতিষ্ঠাতার সহধর্মিনী মুঞ্জুয়ারা মজিদ, দাতা সদস্য নুর মুহাম্মদ, শিক্ষক-শিক্ষার্থী এবং সন্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আজাদ হোসেন। অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে কথা বলেন বিভিন্ন বক্তারা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ভাল চাকরি পাইতে গেলে, আমাদের জায়গায় আসতে হলে, গাড়ি ঘোড়ায় চরতে হলে প্রিন্সিপ্যাল বা শিক্ষক হতে হলে ভালভাবে মনযোগ দিয়ে পড়তে হবে। বুঝে পড়তে হবে, বুঝে পড়লে অল্পতেও অনেক ভাল করা যাবে। অভিভাবক এবং শিক্ষার্থী প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজেকে যদি এই জায়গায় দেখতে চাও তাহলে এই সময়টাতে একটু পরিশ্রম কর, আমি যে সময়টার কথা বলছি। সারাজীবন পরিশ্রম করতে আমি বলিনাই। এই সময়টা একটু পরিশ্রম কর তাহলে জীবনে সাইন করতে পারবে। অভিভাবকদেরকে বলি আপনি আপনার সন্তানক বুঝাবেন,কারণ ৪০জন শিক্ষার্থীর জন্য ১জন শিক্ষক। আর আপনি শুধু আপনার সন্তানকে বুঝাবেন। এখন কিন্তুু আর আগের অবস্থা নেই, যে পড়া-লেখা না করেই পাস করে যাবে। এখন পড়াশুনা করে পাস করতে হবে। সর্বোপরি প্রতিযোগীতার এসময়ে সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখা-পড়ার আহবান জানান তিনি।
Leave a Reply