সাদেকুর রহমান, শিবালয়, প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ইঞ্জিন রুমে পানি ঢুকে পদ্মায় নদীতে ডুবে যাওয়া থেকে অপ্লের জন্য রক্ষা পেল সার বোঝাই কার্গো জাহাজ।আনলোডের অপেক্ষায় নদীর তীরে ভিরে থাকা কার্গো জাহাজের ইঞ্জিন রুমে হঠাৎ করে পানি প্রবেশ করতে থাকে।
এসময় তাৎক্ষণিক এ কার্গো জাহাজে থাকা ৬শ’ ৫০মেট্রিক টন পটাশ সার দ্রুত আন লোড করা হয় বলে কার্গোর কর্মচারীরা।
বিআইডব্লিউটিএ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার(৫ জানুয়ারী)সকাল ১০টার দিকে শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।খুলনার মংলা বন্দর থেকে ৬শ’ ৫০ মেট্রিক টন পটাশ সারবোঝাই কার্গো জাহাজ এমভি এবাদত পাবনার বাঘাবাড়ি যাচ্ছিল। শিবালয়ের পাটুরিয়া থেকে বাঘাবাড়ি নৌরুটের পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে নাব্যতা সংকটের কারণে ফুল লোড নিয়ে কার্গো জাহাজগুলো পৌছাতে পারছে না।বিধায় জাহাজগুলো শিবালয়ের অন্বয়পুর এসে লোড কমিয়ে এরপর বাঘাবাড়ি বন্দরে পৌঁছায়।নাব্যতা সংকটের কারণে বুধবার বিকালে শিবালয়ের অন্বয়পুর এলাকায় পদ্মার পারে উক্ত জাহাজটি লোড কমানোর জন্য অপেক্ষায় ছিল।
কার্গো জাহাজের মাষ্টার হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কার্গো জাহাজের তলা দিয়ে পানি উঠতে শুরু করে। এসময় পানি সেচ এবং তাৎক্ষণিক শ্রমিক দিয়ে সারগুলো আনলোডের ব্যাবস্থা করা হয়।
এ ব্যাপারে শিবালয় থানার ওসি শাহ নুর আলম জানান, পিছনের ইঞ্জিন রুমে পানি ওঠায় সারের কোন ক্ষতি হয়নি।তাৎক্ষণিক পানি সেচের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি সারগুলো ওই জাহাজ থেকে দ্রুত আনলোড করা হয়েছে।
Leave a Reply