অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার রাতে বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি করে। এতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply