1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে তিন খানের লড়াইয়ে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন ‘সোনার বাংলা নিউজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন! জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ ঢাকা বিভাগীয় পর্যায় এন পি আই মানিকগঞ্জ এর অর্জন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ঘিওরে সব বয়সের ভোটারদের মাঝে সারা ফেলেছে জনি হরিরামপুরে ভাঙন আতংকে দিন পার করছে পদ্মা পাড়ের মানুষ সিংগাইরে বালুবাহী ট্রাকের চাপায় হেলপার নিহত ঘিওর উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে জনির ব্যাপক জনসংযোগ ঘিওরে গলায় লিচুর বিচি আটকে এক ব্যাক্তির মুত্যু মানিকগঞ্জে প্রশিক্ষণের খাবার খেয়ে অসুস্থ প্রশিক্ষক ও শিক্ষকেরা সিংগাইরে হিসাবরক্ষণ অফিসের ৩ দিন ব্যাপি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ,লীগ দুই নেতার সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা

মানিকগঞ্জে মরিচের উৎপাদন হ্রাস লোকসানে চাষিরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪২ বার পড়েছেন
মানিকগঞ্জে মরিচের উৎপাদন হ্রাস লোকসানে চাষিরা

নিজস্ব প্রতিবেদক: অনাবৃষ্টি, খড়াসহ নানাবিধ কারণে এবার মানিকগঞ্জে মরিচের উৎপাদন কমে গেছে।মরিচের এ ভরা মৌসুমে বাজারে তেমন মরিচ মিলছে না।ফলে এবার লোকসানের আশংকা করছেন মরিচ চাষিরা।

সরেজমিনে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাসহ কয়েক এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, তীব্র গরম এবং প্রখর রোদের কারণে মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। ভোরবেলা থেকেই ফসলের মাঠ গরম থাকছে। তীব্র খরার কারণে মাঠের জমি ফেটে চৌচির হয়ে পড়েছে। এছাড়া, পানি স্বাভাবিক স্তর এর চেয়ে অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় কারণে কোথাও কোথাও নলকূপেও পানি উঠছে না। এতে, কৃষকরা বোরো ধানে ঠিক মতো সেচ দিতে পারছেন না। এছাড়া, ঘন ঘন লোডশেডিং থাকায় সেচ মেশিন দিয়েও ঠিক মত পানি দিতে পারছেন না বলে তারা অভিযোগ করেন। ফলে, ধানে চিটা হওয়ার শঙ্কাও প্রকাশ করছেন তারা। বিশেষ করে, মরিচ চাষিরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। সেচের মাধ্যমে জমিতে পানি দিয়েও স্বাভাবিক রাখতে পারছেন না। তীব্র খরার কারণে মরিচের ফুল ঝড়ে পরছে। গাছ লালচে হয়ে মরিচের গাছ মরে যাচ্ছে। এর ফলে, মোটা অংকের লোকসানের শঙ্কায় রয়েছে তারা।

হরিরামপুরের বাস্তা গ্রামের আয়নাল বিশ্বাস জানান, অন্যান্য বছর এ সময়ে ক্ষেতে প্রচুর মরিচ থাকে এবং বাজারে মরিচে মরিচে সয়লাব হয়ে যায়।কিন্তু এ বছর খরার কারণে মরিচের ফুল ঝড়ে যাচ্ছে। যে কারণে ফল ধরছে না। বাজারেও তেমন মরিচ উঠছে না।এবার মরিচ চাষীদের অনেক লোকসান হবে বলে তিনি জানান।

শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মো: ইব্রাহিম জানান, প্রচুর খরায় মরিচ গাছে নষ্ট হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে পানি দিয়েও মরিচ গাছ সতেজ রাখতে পারছি না। এর ফলে গাছ মরে যাচ্ছে। এছাড়া, অনেক গাছের ফুল যাচ্ছে। এভাবে খরা থাকলে ফলনে অনেক ক্ষতি হবে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খরিপ-১ এর জরিপে মরিচ আবাদে মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৫০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ২৩৫ হেক্টর অর্জন করা হয়েছে। বর্তমান এ জেলার বিভিন্ন হাটবাজাওে ৯০/১০০ টাকা কেজি দরে পাইকারী বাজারে মরিচ বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা কৃষি অফিস উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, সারাদেশে চলমান প্রচন্ড তাপদাহে মাঠে মরিচ, তিল, ছোট পাটের গাছ, সবজিসহ বিভিন্ন ফসলের ফলনে বিরূপ প্রভাবের শঙ্কা রয়েছে। বিশেষ করে, উচ্চ তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি মরিচ গাছের ক্ষতি হতে পারে। এই অবস্থায় কৃষকদের করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ ও বিভিন্ন ব্লকে উঠান বৈঠকের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, কৃষি অফিসের মাঠকর্মীদের নিজ নিজ ব্লকে উপস্থিত থেকে মাঠ ফসলের মনিটরিংসহ সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ প্রদান করার নিদের্শনা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :