হরিরামপুর প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন৷
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত রেহেনা মজমপাড়া গ্রামের মো. একজেল ফরাজির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রেহেনা বেগম নিজের ঘরের ভিতরে কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বৈদ্যুতিক মোটরের তারের সাথে মিশে বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিটকা আবির মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply