1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

শিবালয় থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ১৮ মে ২০২৫

বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মানিকগঞ্জের শিবালয়ে ‘ওপেন হাউজ ডে’ ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে ) বেলা ১১টায় শিবালয় থানা  প্রাঙ্গণে শিবালয় থানার অফিসার্চ ইনচার্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইমতিয়াজ মাহমুদ।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শিবালয় থানার অফিসার্চ ইনচার্জ মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভোজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাকিম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান,শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল, শিবালয় থানা যুব দলের আহবায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো.সোহেল রানা,শিবালয় থানা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন এবং তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবালয় থানার তদন্ত ওসি মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি,  স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :