1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
‘সোনার বাংলা নিউজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন! জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ ঢাকা বিভাগীয় পর্যায় এন পি আই মানিকগঞ্জ এর অর্জন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ঘিওরে সব বয়সের ভোটারদের মাঝে সারা ফেলেছে জনি হরিরামপুরে ভাঙন আতংকে দিন পার করছে পদ্মা পাড়ের মানুষ সিংগাইরে বালুবাহী ট্রাকের চাপায় হেলপার নিহত ঘিওর উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে জনির ব্যাপক জনসংযোগ ঘিওরে গলায় লিচুর বিচি আটকে এক ব্যাক্তির মুত্যু মানিকগঞ্জে প্রশিক্ষণের খাবার খেয়ে অসুস্থ প্রশিক্ষক ও শিক্ষকেরা সিংগাইরে হিসাবরক্ষণ অফিসের ৩ দিন ব্যাপি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ,লীগ দুই নেতার সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা

বশেমুরবিপ্রবিতে লেকে নেমে দুই শিক্ষার্থী প্রাণ হারালেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তাসফিয়া জাহান রিতু (২১) ও অনন্যা জাহান হিয়া (২০) নামের দুই শিক্ষার্থীর। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব জানান, তাসফিয়া জাহান রিতু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অনন্যা জাহান হিয়া বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন। দুই শিক্ষার্থীর কারোই সাঁতার জানা ছিল না।

কিন্তু মঙ্গলবার দুপুরে বৃষ্টি নামলে তারা বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লেকে নামেন। এ সময় হিয়া লেক থেকে ওপরে উঠতে গেলে পা পিছলে পানিতে পড়ে যান। তখন সঙ্গে থাকা অপর শিক্ষার্থী রিতু তাকে টেনে ওপরে নিয়ে আসতে গেলে তিনি গভীর পানিতে পড়ে যান। পরবর্তীতে লেকের আশপাশে থাকা অন্য শিক্ষার্থীরা লেকের পানিতে তাদের খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর রিতু ও হিয়াকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উভয়কে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিহতদের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা পৌঁছালে দুই শিক্ষার্থীর মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

ভিসি আরও বলেন, ওই লেকে গোসল না করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। সাইনবোর্ডও টাঙানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিশ্ব বিদ্যালয়ের লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকরা এলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :