
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নওখন্ডা মাঠে স্থানীয় বুলবুল সবুজ সংঘ আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এফসি হান্টার ক্লাব।
আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে ব্ল্যাক টাইগারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এফসি হান্টার ক্লাব। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান খান দোলন, জেলা জাসাসের সদস্য-সচিব শামীম বিশ্বাস, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকে এস এম এম সফিউল আজম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, পৌর জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাওন, বুলবুল সবুজ সংঘের সভাপতি সিকান্দার আলী, সাধারণ সম্পাদক সানী মাহমুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply