হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, বিগত ১৫ বছরে হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে শত শত কোটি টাকার কাজ করা হয়েছে। যা এখনও চলমান রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নদী ভাঙনে সর্বহারা মানুষের দুঃখ কষ্ট বোঝেন। তাই নদীভাঙন রোধে ন কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপরে মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল আজিমনগর ও সুতালড়ী ইউনিয়নের পদ্মা ভাঙন কবলিত এলাকার ৮০০ মিটার এলাকায় ভাঙন রোধে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মমতাজ বেগম বলেন, একজন মানুষের বাড়ি যদি নদীতে ভেঙে যায়, তাহলে তার আর কিছুই থাকে না। তাই নদী ভাঙন কবলিত মানুষের কথা চিন্তা করেই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দিচ্ছে।
আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খানের সভাপতিত্বে এবং শিল্পপতি আকিব খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান, লেছড়াগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের লীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply