সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল র্দুঘটনা আশিক(১৭)নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় এ র্দূঘটনা ঘটে। নিহত আশিক মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হেলাচিয়া গ্রামের ইউনুছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়,আশিক মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ঘিওর থেকে ঢাকার হেমায়েতপুর উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply