
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:“সকল শ্রমিক এক হও,শক্ত হাতে দেশ গড়”এ শ্লোগানকে সামনে রেখে সিংগাইর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বায়রা শাখার উদ্যোগে ১ মে দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার(১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আবুল হোসেনের নেতৃত্বে উপজেলার গোবিন্ধল নতুন বাজার থেকে ১ টি রেলি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিকেরা অংশ নেন। রেলি শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন শাখার উদ্যোগে বায়রা গরু হাট সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্যে দেন,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আবুল হোসেন,সহ-সভাপতি মো.জামাল হোসেন,,সাংগঠনিক মো.শহিদুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক মো.সাত্তার মিয়া,ইসলামী হসপিটাল মানিকগঞ্জ মো.ছিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন,মালিকদ্বারা শ্রমিকেরা যেন লাঞ্চিত বঞ্চিত না হয়। সব সময় সবলদের হাতে দূর্বলরা লাঞ্চিত হচ্ছে। তাই ন্যয্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান বক্তারা।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সেলিম হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক শিবলী ও মিজান,সহ-সাংগঠনিক ওয়াসিম,দপ্তর সম্পাদক আ:লতিফ,ত্রান বিষয়ক সম্পাদক সুজন,শিক্ষা বিষয়ক মিলন,সমাজ কল্যান সম্পাদক আব্দুল কুদ্দুস,সাংস্কৃতিক সম্পাদক নয়ন মিয়া,সহ-দপ্তর সম্পাদক আবুল হোসেন,প্রচার সম্পাদক জাফর আলী,ধর্ম বিষয়ক সম্পাদক আ:লতিফসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে সভার সভাপতি মো.নাসির উদ্দিনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
Leave a Reply