নিজস্ব প্রতিবেদক: ১৫ মে ২০২৫
মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালীতে অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।বৃহস্প্রতিবার ( ১৫ মে ) বেলা ১১টার দিকে উক্ত অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ রঞ্জিন মল্লিকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১৫হাজার টাকা, চাল,ডাল, লবন, তেলসহ ৫হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, সহকারি কমিশনার (ভুমি) রিফাত নুর মৌসুমী।
উল্লেখ্য, বৃহস্প্রতিবার রাত পোনে ১টায় শিবালয় উপজেলার বড়বোয়ালী গ্রামের সৈয়দ মল্লিকের ছেলে রঞ্জিত মল্লিকের বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সুত্র পাত হয়েছে। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
Leave a Reply