1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে  জাতীয়  মৎস্য  সপ্তাহ উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।

 এ উপলক্ষে মঙ্গলবার সকাল নয়টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মানিকগঞ্জের সদ্য জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, মানিকগঞ্জে মাছ পালনে যথেষ্ট ভালো অবস্থা আমাদের যে জলাশয় গুলি আছে সেগুলি যত্ন নিবো লালন পালন করব আমরা শুধু মাছ উৎপাদন করব না, নিরাপদ মাছ উৎপাদন করব। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাড়ির পাশের জলাশয়টা, জলাভূমি এগুলি যেন ঠিক থাকে। এগুলি যেন ভরাট করে বাড়িঘর করে না ফেলি।এগুলো যেন প্রাকৃতিক নিয়মে চলে এটা নিশ্চিত করা। অনেক সময় আমাদের বাড়ির আঙিনার পুকুর ভরাট করে ঘর করে ফেলি আমরা যেন এটা না করি। আমরা ভৌগলিক অবকাঠামোটা ঠিক রাখি তাহলেই আমাদের যে চাহিদা বা আমাদের যে ইচ্ছা তা পূরণ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, ইলিশ রক্ষায় আমাদের যে অভিযান আমাদের যে প্রচেষ্টা তা ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জেলা মৎস্যজীবী ও মৎস্যচাষিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। এবং অনুষ্ঠান শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :