নিজস্ব প্রতিবেদক: কলকাতা প্রেস ক্লাবের সভাপতির নেতৃত্বে ১৮ সদস্যদের একটি সাংবাদিক প্রতিনিধি দল মতবিনিময় করেছেন কুষ্টিয়া প্রেস ক্লবের সাংবাদিকদের সাথে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, আনন্দ বাজার পত্রিকার প্রাক্তন চীফ রিপোর্টার দেবদ্যূৎ ঘোষ, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস, কলকাতা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গাঙুলী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ দুই বাংলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময়কালে সাংবাদিকরা দুই দেশের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করার তাগিদ দেন।দুই দেশের সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন তারা। এসময় এক পক্ষ অপর পক্ষকে তাদের দেশে আসার আমন্ত্রণ জানান।
ভারতের এই প্রতিনিধি দলটি কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, লালন সাঁইয়ের আখড়াবাড়ি, কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন।
Leave a Reply