নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে নিহালপুর ভাষাণ মাতব্বর তালিমুদ্দিন মাদ্রসার ‘২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কুরআনুল করিমের সবক ও পুরস্কার বিতরণী সভা বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় মানিকগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেথ মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ আলোচক হিসেবে বগুড়া কামেল মাদ্রাসার প্রধান মুফাস্সির মাওলানা ইসমাইল হোসেন জিহাদী, ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি আশরাফুল আলম ও শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আলোচনায় অংশ নেন।
শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় মাদ্রসার ১৪ শিক্ষার্থীকে কুরআনুল করিমের সবক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply