মাহিদুল ইসলাম মাহি: ৩০ মে ২০২৫
মানিকগঞ্জের সিংগাইরে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সিংগাইর ব্র্যাক অফিসে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নুর আলম উপস্থিত ছিলেন। ব্র্যাকের সাভার এরিয়া ম্যানেজার সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী প্রধান বক্তা ছিলেন।
এসময় ব্র্যাকের মানিকগঞ্জ জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার আনিসুর রহমান শাখা, ব্যবস্থাপক মো. আল আমিন বক্তব্য রাখেন। জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম বলেন, BRAC কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাক আপনাদের সাথে আছে এবং থাকবে।
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নুর আলম বলেন, সারা দেশে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বীজ বিতরণ করা হচ্ছে। ব্র্যাক সামাজিক নিরাপত্তায়ও কাজ করছেন।
Leave a Reply