মো. সাদেরকুর রহমান, শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ মজনু শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শিবালয় থানা সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের ধুসর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রফেদ শেখের পুত্র মজনু শেখকে ১ কেজি গাজা সহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
এ বিষয়ে শিবালয় থানার ওসি ( তদন্ত ) শেখ ফরিদ আহমেদ জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উথলী ইউনিয়নের ধুসর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় ১ কেজি গাজাসহ মজনু শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
Leave a Reply