নিজস্ব প্রতিবেদক:১১ মে ২০২৫
মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালুকাটার দায়ে ৩টি ড্রেজার (কাটার) মেশিনসহ ১৮জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
রবিবার দুপুর ১২টার দিকে আটককৃতদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদলতে প্রেরণ করেছে শিবালয় থানা পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবালয় উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে পাটুরিয়া ঘাট এবং এর আশপাশের এলাকা থেকে ১৮জনকে আটক করা হয়।এরা পদ্মা-যমুনার বিভিন্ন পয়েন্টে কাটার মেশিন বসিয়ে নির্বিচারে অবৈধভাবে বালুমাটি কাটছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ড্রেজারগুলোকে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো মোশারফ হোসেন (৪৪), পিতা-নুর ইসলাম গ্রাম- কর্জনা, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ , মোঃ রুবেল মন্ডল (২৯), পিতা-রহম আলী, মোঃ আবুল কালাম (৩৬), পিতা-মৃত গফুর বেপারী উভয় সাং-শাখাইল, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, টিটু মন্ডল (৩৩), পিতা-এতেম আলী মন্ডল গ্রাম-সূর্যদিয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, মোঃ আইয়ুব শেখ (২৬), পিতা-মোঃ পরিদ শেখ, গ্রাম-ধাওয়াপাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, মোঃ বিপ্লব হোসেন (৪১), পিতা-মোঃ ফজল হক গ্রাম-ফরদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, রিয়াজুল ইসলাম (২৮), পিতা-জালাল উদ্দিন গ্রাম-দিঘলদী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ রনি (২২), পিতা-মোঃ আক্তার হোসেন, গ্রাম-শাখাড়িপাড়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, মোঃ রনি (২৬), পিতা-মোঃ রইজ, মহিদুর রহমান (২১), পিতা-হামিদ প্রামানিক, পলাশ শেখ (২৮) পিতা-মোঃ নুরুল ইসলাম সর্বসাং-ধুতরাবাড়ী, থানা-শিবালয়, জেলা- মানিকগঞ্জ, নুরুজ্জামান (৩৫) পিতা-মোঃ সুলতান, গ্রাম-অন্যান কলস, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালি, মোঃ সানি (২৭) পিতা-আঃ সালাম, শরিফুল খান (২৩) পিতা-মোঃ ওহাব খান, উভয় সাং- পূর্ব আড়পাড়া, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, মুন্নু শেখ (২৮) পিতা-মোঃ মুনসুর শেখ গ্রাম-দাসকান্দি, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, মোঃ হোসেন (২৩), পিতা-মোঃ বশির গ্রাম-চরপাতা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, আঃ রহিম (৫২) পিতা-আঃ রাজ্জাক, গ্রাম-বড়মাইনকা, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, সুজন চক্রবর্তী (৪৮), পিতা-মৃত বাদল চক্রবর্তী গ্রাম-উঠ বহুরিয়া, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.জাহিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে গত শনিবার দিবগাত রাতে পদ্মা-যমুনার বিভিন্ন পয়েন্টে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু কাটার দায়ে হাতে-নাতে ১৮ জনকে আটকা করা হয়েছে। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। আটককৃতদেরকে রাতেই শিবালয় থানা পুলিশে সোর্পদ করা হয়।
উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মাটি কাটার কাটার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু মাটি তুলে বিক্রি করে আসছিল। বিশেষ করে উক্ত বালুমাটি খেকোরা রাতের অন্ধকারে এ অপকর্মগুলো করে থাকে। উক্ত অভিযানে ১৮জন আটক হলেও ধরাছোয়ার বাহিরে রয়েছে নেপথ্যের কারিগররা। এদেরকেে আটক করে আইনের আওতায় এনে বিচার করা হলে হয়তো এ অপকর্ম বন্ধ হতো। তা নাহলে এসব অবৈধ বালুমাটি ব্যবসার সাথে জরিতরা জামিনে বেরিয়ে এসে আবার তারা তাদের অপকর্ম চালিয়ে যাবে বলে স্থানীয়রা মনে করছেন।
Leave a Reply