1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষে নতুনভাবে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেন নতুন ভাবে সেজে উঠেছে।

এর আগে পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে গত ৪ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধে প্রবেশের ফটকগুলো বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে স্মৃতিসৌধের মূল ফটকে এ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীর স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

জানা যায়, নিষেধাজ্ঞার সময়টিতে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজ চলেছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের ফটক উন্মুক্ত করে দেওয়া হবে।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহ ধরে প্রায় শতাধিক শ্রমিক স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ করেছে এর পাশাপাশি আমরা নিরাপত্তার দিকেও খেয়াল রেখেছি।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :