নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২১কেজি মাছ জব্দ করে তিন জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মা ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার( ১০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন শিবালয়ে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় যমুনা নদীর জাফরগঞ্জ এলাকা মাছ ধরার দু’টি নৌকা, প্রায় ১লাখ মিটার কারেন্ট জাল, ২১কেজি ইলিশ মাছ এবং তিন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন।
আটককৃতরা হলো-মিলন শেখ ভাই লালন শেখ পিতা-আবু বকর শেখ এবং মজিবর রহমান পিতা আনছের শেখ সর্বসাং-তেওতা, শিবালয়,মানিকগঞ্জ। এদের মধ্যে দুজনকে এক মাসের কারাদ- এবং অপরজনকে ১৫ দিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত নৌকা দু’টি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ মাছ উপজেলার স্থানীয় এতিমখান ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয় যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন জেলেকে আটক করে ২টি নৌকা ও ১লাখ মিটার কারেন্ট জাল ২১ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় দেয়া হয়েছে। ইলিশ মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply