নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুররের ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছেন বিএনপি নেতা আব্দুল আলিম। তিনি শিবালয় উপজেলা বিএনপি‘র সহসাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা প্রেসক্লাব সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল আলিম বলেন, মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের ভাই আব্দুর রফিকের দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় তাকে হয়রানিসহ তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে জামায়াতের কোন অফিস নেই। তবে তা কি করে ভাংচুর করা হলো? মুলত তারা আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টায় আমিসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে আসছে।
লিখিত বক্বব্যে তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত প্রার্থী আবু বক্কর আমার আপন চাচাতো ভাই। জমি সংক্রান্ত বিষয়ে সে আমাকে যে ভাবে হয়রানি করছেন। আগামী নির্বাচনে তারা জয়ী হলে এলাকার সাধারণ মানুষের সাথে কি রুপ আচরন করবে?
সংবাদ সম্মেলনে শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাইজুদ্দিন মেম্বার, যুবদল নেতা মনির হোসেনসহ আলিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply