1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাঙ্খিত জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা: যা আছে জুলাই সনদে নানা আয়োজনে মানিকগঞ্জে শিশু দিবস উদযাপিত  মানিকগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এফসি হান্টার ক্লাব কালবেলা দেশের মানুষের কথা বলে : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিবালয়ে বিএনপি নেতার মিথ্যা প্রচারে জামায়াত প্রার্থীর সংবাদ সন্মেলন  শিবালয়ে ২১কেজি ইলিশ জব্দ তিন জেলের কা-রা-দন্ড শিবালয়ে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সন্মেলেন  শিবালয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ঘিওরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

শিবালয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মা ইলিশ আহরণ থেকে বিরত রাখার জন্য মানিকগঞ্জের শিবালয়ে কার্ডধারী উপকারভোগী জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম গত অক্টোবর থেকে  আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। এসময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। উল্লেখিত সময়ে জেলেরা যেন মা ইলিশ আহরণ না করেন সেজন্য মানবিক সহায়তা হিসেবে উপকারভোগী জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

আজ (সোমবার ) শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ চাল বিতরণের আয়োজন করেন।

এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান।

এসময় সিনিয়র সহকারি পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রেজাউল করিম, শিবালয় ইউনিয়ন পরিষদের সচিব মো. হাবিল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি এবং সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, আজকে শিবালয় মডেল ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি করে ৬শ’ ৮৫জন জেলে পরিবারের মাঝে ১৭ দশমিক ১২ মেট্রিক টন  চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বাকি ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে খুব দ্রুতই বরাদ্ধকৃত এ চাল বিতরণ করা হবে।এরমধ্যে তেওতা ইউনিয়নে ৮শ’ ৬১জন জেলে পরিবারের মাঝে ২১ দশমিক ৫২ মেট্রিক টান, আরুয়া ইউনিয়নে ৫শ’ ৮০জন জেলে পরিবারের মধ্যে ১৪ দশমিক ৫ মেট্রিক টন, উথুলী ইউনিয়নে ১শ’ ১০জন জেলে পরিবারের মাঝে ২দশমিক ৭৫ মেট্রিক টন, উলাইল ইউনিয়নে ১০০জন জেলে পরিবারের মাঝে ২দশমিক ৫মেট্রিক টন এবং শিমুুলিয়া ইউনিয়নে ৯০জন জেলে পরিবারের মাঝে ২ দশমিক ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, চলতি মাসের গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সময়ে ২২ দিন সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসময়ে কেউ যদি উক্ত  কাজের সাথে জরিত হয় তাহলে সেটি হবে দন্ডনীয় অপরাধ।তাই এসময়ে যাতে জেলেরা নদী মাছ ধরতে না যায়, সে জন্য কার্ডধারী তালিকাভুক্ত জেলেদেরকে মানবিক সহায়তা হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। জেলার পদ্মা-যমুনা বেষ্ঠিত দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর এ তিনটি উপজেলায় তালিকা ভুক্ত প্রায় ১০হাজার জেলে পরিবার রয়েছে। এরমধ্যে প্রায় ৯হাজার জেলে পরিবারের মাঝে ইলিশের প্রধান এ প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিধ এ সময়ে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :