নিজস্ব সংবাদদাতা, শিবালয় (মানিকগঞ্জ):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৭ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা আহবায়ক (আংশিক) কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে শিবালয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রবিবার বিকেলে আনন্দ মিছিল উপজেলার আরিচা ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে লঞ্চ ঘাট যাত্রী ছাউনিতে সমাবেশে মিলিত হয়। শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাবলু ব্যাপারীর সভাতিত্বে সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জাসাস সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদলসহ সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তৃতীয় বারের ন্যায় এবারও আফরোজা খান রিতাকে মানিকগঞ্জ জেলা বিএনিপ’র আহবায়ক এবং এসএ জিন্নাহ কবির, এ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান খান, এ্যাডভোকেট আফম. নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন ও গোলাম আবেদীন কায়সারকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply