1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী সাদ্দামের প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলন করবেন নিষেধাজ্ঞা শেষে শুরু হচ্ছে সাগরে ইলিশ ধরা শিবালয়ে শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত শিবালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শিবালয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রচণ্ড গরমে যা করলে সুস্থ থাকবেন

হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে  ছুরিকাঘাতে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৪ বার পড়েছেন

. . আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :মানিকগঞ্জের হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে হামিনুর (২০) নামের এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের মৃত টুলু মল্লিকের ছেলে। নিহত হামিনুর পেশায় একজন ডেকেোরেটর শ্রমিক।

২৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল এগারোটার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের নাওডুবি গ্রাম এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে দুপুর দেড় দিকে ঘটনাস্থলে আসে হরিরামপুর থানা পুলিশ।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় নিহত  ওই যুবকে ধাওয়া খেয়ে নাওডুবি গ্রামের ফজলের দোকানে এসে আশ্রয় নেয়। পেছনে পেছেন ছুটে আসে অজ্ঞাত ১০/১২ জন যুবক। দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে পেটে ছুরি দিয়ে আঘাত করে নিহতকে। কোন রকমে ছুটে এসে আশ্রয় নেয় পাশেই খোরশেদের বাড়িতে। সেখানে তাকে এলোপাতাড়িভাবে মারতে থাকে।

এ ঘটনায় খোরশেদের স্ত্রী শিল্পী এগিয়ে আসে এবং চিৎকার করে লোকজন ডাকাডাকি করলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরপর খরব পেয়ে মাচাইন থেকে নিহতের স্বজনেরা এসে গুরুতর আহত অবস্থায় হামিনুরকে শিবালয় উপজেলার উথুলি স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় কারা কারা জড়িত রয়েছে এ রিপোর্ট লেখা পর্যম্ত জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, প্রথমে ধাওয়া ফজলের দোকানে উঠেছিল। । তখন দোকানে ছিল ফজলের ছেলে অনিক। সেই বলতে পারবে এঘটনায় কারা কারা জড়িত ছিল। তবে ঘটনার পর থেকে দোকানদার অনিক পলাতক রয়েছে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী নাওডুবি গ্রামের খোরশেদের স্ত্রী শিল্পী জানান, আমি বাড়িতে কাজ করতে ছিলাম। হঠাৎ ছেলেটি আমাদের বাড়িতে ঢোকে। তার পেছনে আরও ১০/১২ জন আসে এবং ছেলেটিকে মারধর করতে থাকে। আমি কত না করলাম, তাও শুনল না। পরে আমি চিৎকার দিলে লোকজন ছুটে আসতে না আসতেই ছেলেরা চলে যায়। আশে পাশের লোকজন ছুটে আসে। মারধরের অবস্থা দেখে আমি নিজেও জ্ঞান হারাই। কিন্তু যারা মারধর করেছে তাদের কারও আমি চিনি নাই।

নিহতের চাচা মাচাইন ফল ব্যবসায়ী দীন মল্লিক জানান,

আমরা শুনছি হামিনুরকে মেরে ফেলা হয়েছে। তবে কে বা কারা এমন কাজ করল,  তা এখনও আমরা জানতে পারিনি।

বাল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মো. শাজাহান বিশ্বাস বলেন, মাস খানেক আগে আমাদের মাচাইন মসজিদে ওরশ মোবারকের অনুষ্ঠানে মাচাইন ও বাস্তার কয়েকজন ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। সেই ঘটনা থেকেও আজকের এই খুনের ঘটনার সূত্রপাত হতে পারে। তবে এখনও কিছু জানা যায়নি। দুই/দিন গেলেই হয়তো আসল ঘটনা বের হয়ে আসতে পারে।

বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, আমি খুনের ঘটনার খবর পেয়ে আসলাম। এখনও কিছু জানা যায়নি কে বা করা ঘটনার সাথে জড়িত। তবে এখানকার অনেকেই ধারণা করছেন, মাস খানেক আগে মাচাইনে একটা ঝামেলা হয়েছিল। তার আলোকেও আজকের ঘটনা ঘটতে পারে।  লাশ এখনও এলাকায় আসেনি। লাশ আসলে স্বজনদের সাথে কথা বললে হয়তো আসল ঘটনা বেরিয়ে আসতে পারে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দুই পক্ষের মধ্যে এর আগে একবার মারামারির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে সেটা মিমাংসাও হয়। কিন্তু একটি পক্ষ হয়তো ঔৎ পেতে থাকে। আজকে ছেলেটিকে পেয়ে তার ওপর হামলা করে এবং ছুরিকাহত করে তাকে হত্যা করে। তবে এখনও কেবা কারা এঘটনায় জড়িত তাদের নাম আমরা এখনও পাইনি। তবে প্রকৃতি দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :