নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন।
আজ (বুধবার) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী হাজেরা খাতুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি ওমর প্রমুখ।
বক্তারা বলেন, বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া, জর্ডান, জাপান, ব্রুনাই, ফিজি, বুলগেরিয়া, রোমানিয়া, রাশিয়া, ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশ হতে চাহিদাপ্রাপ্তি সাপেক্ষে কর্মী নির্বাচন করা হয়। বোয়েসেলের অনধিক ৬০ হাজার টাকা সার্ভিস চার্জ ছাড়া বিদেশে যেতে কোন টাকা লাগে না। কেউ যাতে দালালদের কাছে প্রতারিত না হয়, সেব্যাপারে সকলকে খেয়াল রাখতে হবে। দালালদের কাছে প্রতারিত না হয়ে জেনে, বুঝে বিদেশে যেতে হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী বলেন, আজ মানিকগঞ্জ জেলাসহ আশে পাশের জেলা থেকে পোশাক কারখানার ৭০ জন নারী অপারেটর জব ফেয়ারে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২৩জনকে নির্বাচন করা হয়। ২৩ জনের মধ্যে ১৮ জনের পাসপোর্ট করা আছে। অন্য ৫জনের পাসপোর্ট করতে হবে।
Leave a Reply