অনলাইন ডেস্ক: ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে এবারের জুলাই মাস উষ্ণতম, বলছেন বিজ্ঞানীরা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং ওয়ার্ল্ড মেট অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটা যে উষ্ণতম জুলাই তা জানার জন্য মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এখনই জুলাই মাস অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খবর সিএনএনের
গুতেরেস বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়নের যুগ চলে গেছে, বিশ্ব এখন ফুটন্ত (গ্লোবাল বয়েলিংয়ের) যুগে প্রবেশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ২৩ দিনের গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের রেকর্ড ছিল ২০১৯ সালের জুলাই মাসের। সেবার গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬৩ ডিগ্রি সেলসিয়াস। ৬ জুলাই ছিল বিশ্বের উষ্ণতম দিন।
দ্য ক্লাইমেট সার্ভিসের দাবি, শিল্পায়নের আগে বিশ্বের যে গড় তাপমাত্রা ছিল, তার থেকে দেড় ডিগ্রিরও বেশি তাপমাত্রা বেড়েছে জুলাইয়ে। এটা রীতিমতো উদ্বেগের। ওয়ার্ল্ড মেট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেস তালাস বলেছেন, এই চরম আবহাওয়ার ফলে বিশে^র কোটি কোটি মানুষ চরম কষ্টের মধ্যে পড়েছে। জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যতের চ্যালেঞ্জটা ভালো করেই বোঝা যাচ্ছে। তার মতে, এখনই ব্যবস্থা নিতে হবে। পরিবেশকে বাঁচানোর কাজে আর দেরি করা চলবে না। এটা আবশ্যিক কাজ। এখনই তা করতে হবে।
কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের দাবি, ১৯৪০ সাল থেকে তারা আবহাওয়ার রেকর্ড রাখছেন। এবারের জুলাই তার মধ্যে উষ্ণতম জুলাই হতে চলেছে। তাদের মতে, বিশ্বে ১৮৮০ সাল থেকে রেকর্ড রাখার কাজ শুরু হয়। তার আগে থেকে বিজ্ঞানীরা আবহওয়ার প্যাটার্ন নিয়ে গবেষণা করছেন। পরিবেশ ও আবহাওয়া বিজ্ঞানীরাই বলছেন, এবারের গরম অস্বাভাবিক বেশি। সম্ভবত ১ লাখ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে এবারই।
বিজ্ঞানীরা বলছেন, গাছের বলয়, প্রবাল প্রাচীর ও গভীর সমুদ্রের পলি বিশ্লেষণের ভিত্তিতে তারা অনুমান করছেন যে ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে এবারের জুলাই মাস উষ্ণতম। কোপারনিকাসের উপ-পরিচালক সামান্তা বারগেস বলছেন, মানব ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা এটি।
জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও বলেছেন, এ বছর জুলাই গরমের সব রেকর্ড ভেঙে দেবে।
Leave a Reply