অনলাইন ডেস্ক: ১০ মিনিটের ব্যবধানে ইরানের জালে ইংলিশদের ৩ গোল! ৩৫ ও ৪৩ মিনিটের পর ৪৫ মিনিটে এবার স্টার্লিংয়ে গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কেনের নিচু ক্রস থেকে দারুণ দক্ষতায় ইরানের জালে তৃতীয়বারের মতো লক্ষ্যভেদ করে ইংল্যান্ড।
আগের দুটি গোল করেন বেলিংহাম ও শাকা। প্রথম গোলের দেখা পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট! ৩৫ মিনিটে প্রথম গোলটি দেন বেলিংহাম। এরপরেই যেন ইংলিশরা জাদু বাক্স পায়। ৪৩ ও ৪৫(+১) মিনিটে আরও দুটি গোল করেন শাকা-স্টার্লিং।
শুরুতে অনেক সময় নষ্ট হওয়ায় প্রথমার্ধে অতিরিক্ত ১৪ মিনিট খেলা হয়। এ সময় আরও কয়েকটি সুযোগ পেলেও গোল দিতে পারেনি ইংলিশরা। ম্যাচজুড়ে দাপট ছিল ইংলিশদের। ৭৭ শতাংশ বল ছিল তাদের পায়ে। যেখানে ইংল্যান্ড আক্রমণ করেছে ৭টি সেখানে ইরান করে মাত্র ১টি।
Leave a Reply