মাহিদুল ইসলাম মাহি: ২৭ মে ২০২৫
মানিকগঞ্জের হরিরামপুরে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ঝিটকা ব্র্যাক অফিসে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে দুই কেজি করে বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের মানিকগঞ্জ জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার আতাউর রহমান, ঝিটকা শাখা ম্যানেজার মতিউর রহমান বক্তব্য রাখেন। জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম বলেন, জেলায় ৮০০ কেজি বীজ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে দুই কেজি করে বীজ বিতরণ করা হয়েছে। এরিয়া ম্যানেজার আতাউর রহমান বলেন, ঝিটকা অফিস থেকে প্রান্তিক কৃষকদের আজ দুই কেজি কটে বীজ বিতরণ করা হয়েছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের লাইলি বেগম বলেন, দুই কেজি বীজ পেয়েছি, যদি ভাল ফলন হয়, তবে খুশি হবো।
Leave a Reply