শাহজাহান বিশ্বাস: ‘মুছে যাওয়া স্মৃতিগুলি আমায় যে পিছু ডাকে’। কিংবা স্মৃতি তুমি কতই না সুখের ও বেদনার।এই কথাগুলি প্রত্যেক মানুষের জীবনেই এসে থাকে। কিন্তু তা যদি হয় শৈশবের স্মৃতি, তাহলেতো আর কথাই থাকে না।নীরবে নিভৃতে শৈশব কৈশোরের সৃস্মির কথা মনে পড়লেই দু’চোখে ধরা দেয় বেদনা অশ্রু।
শীতের সোনালী রোদ পড়েছে টেপড়া অক্সিজেন রির্সোট প্রাঙ্গনে।বিশাল খোলামেলা মাঠ।এখানে সাতটি উপজেলার বিভিন্ন হাই স্কুলের এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়েছে।নিজ নিজ স্কুল ও অন্য স্কুলের পুরোনো বন্ধুদের পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে উপস্থিত সকলেই।এ যেন এক অন্যরকম মিলন মেলা।
দুর থেকে নাম ধরে কে যেন ডাক দেয়, পেছনে ফিরে তাকাতেই হাঁসিতে ঝলমল করে ওঠে চেনা ও অচেনা মুখ।আর নাম ধরে ডাকলো যে, সেও পুরোনো আলিঙ্গন পেতে দুহাত প্রসারিত করে উন্মুখ হয়ে দাড়িয়ে থাকে।কাছাকাছি হতেই একে অপরকে জড়িয়ে ধরে ভুলে যায় প্রিয় বন্ধুর দীর্ঘদিনের না পাওয়ার আলিঙ্গন সুখ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলার গৌরব ও ঐতিহ্যের ৩০ বছর উপলক্ষে এস এস সি-৯২ ব্যাচের সকল শিক্ষার্থীদের মিলনমেলায় এ রকম দৃষ্যের অবতরণা ঘটে।চোখের কোনে আনন্দ অশ্রু নিয়ে দীর্ঘদিনের নিজ নিজ স্কুলের পুরোনো বন্ধুদেরকে পেয়ে সবাই হাসি-ঠাট্টা, স্মুতিচারণ আর আড্ডা, এবং আনন্দ-উল্লাসে মেতে উঠে সবাই।
দীর্ঘ ৩০ টি বছর পেরিয়ে একই বট বৃক্ষের ছায়াতলে শামিল হয়েছেন শত-শত পরিচিত মুখ।
এসএসসি ৯২ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক দিলীপ কুমার রাজবংশী, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান সেন্টু, শাকিলা শারমিন লাভলী, রোজিনা মাহমুদ রোজি, মোহাম্মদ সায়েদুর রহমান, সেলিনা আক্তার, মোহাম্মদ জাকির হোসেন খান, রিনা আক্তার, আসাদুজ্জামান আসাদ, হাফিজুর রহমান খান টুটুল, শামসুল আলম, ওয়ালিদ খান নাহিদ, মোহাম্মদ আজিম খান, আকতার হোসেন, আবু সায়েম বিশ্বাস, শেফালী আক্তার, ওয়াহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, শাহ আলম বাবু, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, আবুল কাশেম জনি, মোহাম্মদ আব্দুর রফিক, কোহিনুর হোসেন, এম মইনুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, নাজমুন্নাহার শেলী, যুগ্ম সদস্য সচিব জসীম উদ্দীন, কামরুন নাহার মুকুল, আমিনুর রহমান মুকুল, আবু সাঈদ রানা, মোহাম্মদ আতোয়ার হোসেন, মোস্তাকিম বিল্লাহ টিল, শিখা রানী সরকার, প্রতুল কুমার সরকার, জাকির হোসেন লিটন, রুহুল আমিন আনসারী, শেখ মোহাম্মদ এনায়েত উল্লাহ বিপ্লব, মোহাম্মদ আলীম হোসেন বিল্টু, রাজা মিয়া, ইরফান আল মাহবুব, আব্দুল আলীম খান মনোয়ার, মোহাম্মদ সৈকত ওসমান, মোহাম্মদ জসিম উদ্দিন, দেওয়ান সাজেদুল আলম তপন, আসাদুজ্জামান শিশির।
উদযাপন পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তারা কখনো কেউ কাউকে ভুলে থাকতে পারে না, ভুলে থাকা যায় না। তারা থাকে হৃদয়ের মাঝে। স্কুল জীবনের সেই সব প্রাণের বন্ধুদের সাথে একই ছায়াতলে বসার এটা আমাদের প্রচেষ্টা মাত্র। এখান থেকে সামনের দিনগুলোতে সকলেই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা’।
Leave a Reply