অনলাইন ডেস্ক: সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারজানা হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স না থাকা নিয়ে সৌদি আরবে উচ্চ বেতন ও নানা সুবিধার কথা বলে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ভিকটিমদের সৌদি আরবে পাঠিয়ে সেখানে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আবার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply