নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিঙ্গাইরে যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে এ জেলা যুব মহিলা লীগ এ কর্মি সমাবেশের আয়োজন করে।
জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোমেজা আক্তার খান মাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগ। শেখ হাসিনা সরকারের স্বপ্ন বাস্তবায়নে মাঠে থাকবে যুব মহিলা লীগ। আওয়ামী লীগের যে কোন সংকটময় সময়ে পাশে থাকবে এই যুব মহিলা লীগ। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন।
জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহানের সঞ্চালনায় কর্মী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা-উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply