সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:”খুলে দিবে আলোর দুয়ার,সিংগাইর স্টুডেন্টস চেম্বার” এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে “স্টুডেন্টস্ চেম্বার অব সিংগাইর আয়োজনে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে “স্টুডেন্টস্ চেম্বার অব সিংগাইর, সভাপতি মো.পারভেজ খান(বিদ্যান) এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ। এ সময় ” স্টুডেন্টস্ চেম্বার অব সিংগাইর এর সাধারন সম্পাদক মো.আহসানুল হক উদয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,উপদেষ্টা,স্টুডেন্টস্ চেম্বার অব সিংগাইর মোহাম্মদ.আক্রাম হোসাইন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা । আলোচনা শেষে রাত অদ্যবধি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।”এসেস”ব্র্যান্ডের কন্ঠশিল্পী এনামুল ও ওয়াজকরণী ফকির সাহেব গানে গানে মঞ্চ মাতিয়ে তুলেন।
Leave a Reply