সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিমল চন্দ্র বিশ্বাস (৪৮) নামের এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিমনগর গ্রামের জনৈক আজগর আলীর বাড়িতে। নিহত-বিমল চন্দ্র বিশ্বাস বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামের সুশীল চন্দ্র বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিমল চন্দ্র বিশ্বাস দীর্ঘদিন যাবৎ কাঠমিস্ত্রীর কাজ করে আসছিল। সেই সুবাদে কাশিমনগর গ্রামের জনৈক আজগর আলীর বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গেলে নতুন টিনের ঘরের চালের ডালা লাগানোর সময় ঘরের ওপরে থাকা বিদ্যুৎ লাইনের সাথে স্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply