1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

সিংগাইরে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়েছেন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।  বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-বাবা ব্যবসায়ী মো.মহিদুর রহমান(৫০) ও মেয়ে রাফসা(১২)

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন বাবা ও মেয়ে। স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বুধবার সারাদিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার  সকালে নিখোঁজের স্থানের  বিপরীত পাশে বড় বরশি দিয়ে নদীর দুপাশে থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফার জামায় বরশি আটকে গেলে তাকে ওপরে তোলা হয়। এর ৫ থেকে ৬ হাত দূরে মহিদুরের মুখে বরশি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম।

উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে যান। এসময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :