সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে আনন্দ টিভি প্রতিনিধি মোশারফ মোল্লাসহ দুজনের নামে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা এনামুল হক বাদী হয়ে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২ নম্বর) আদালতে এই মামলা করেন।
শুনানী শেষে আদালত সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অসীম কুমার বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেন।
অভিযুক্তরা হলেন উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের বাসিন্দা ও আনন্দ টিভির প্রতিনিধি মোশারফ হোসেন মোল্লা (৪৫) এবং জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা ও জে-টিভির (আইপি) প্রতিনিধি আব্দুল গফুর (৩৫)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ এপ্রিল দুপুরে মামলার বাদী এনামুল পুকুর খনন করতে যান। এ সময় তার কাছে আনন্দ টিভির প্রতিনিধি মোশারফ হোসেন মোল্লা ও জেটিভির (আইপি) প্রতিনিধি আব্দুল গফুর ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এনামুল টাকা দিতে অস্বীকার করলে তার গলায় ছুরি ঠেকিয়ে হাতে থাকা ব্যাগ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেন মোশারফ। এ সময় তাকে মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের সময় বেধে দিয়ে আরো ৪ লাখ টাকা দাবী করেন অভিযুক্তরা। মামলার বাদী এনামুল হক বলেন, ‘আমি একজন চানাচুর ও মৎস ব্যবসায়ী। আসামিরা বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবী করেন। আমি প্রথমে থানায় অভিযোগ করি। থানা পুলিশ অভিযোগ না নিলে আদালতের আশ্রয় নেই।’
এব্যাপারে মামলার এক নম্বর আসামি মোশারফ হোসেন মোল্লা বলেন, ‘মামলা হয়েছে শুনেছি, তবে চাঁদা নেওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।’ অপর আসামি আব্দুল গফুর বলেন, ‘চাঁদাবাজির মামলাটি মিথ্যা ও বানোয়াট।’
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘এখনও মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply