নিজস্ব প্রতিনিধি: শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে স্বাস্থ্য বিভাগের আওতায় ছোট-বড় ২০ হাজার প্রতিষ্ঠানে আড়াই লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয় ।
রোববার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষ রোপন ওই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এসময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, সবুজ বিপ্লব শুরু করেছিলেন বঙ্গবন্ধু। কৃষি নির্ভর বাংলাদেশকে সুবজ রাখতে হবে। খাদ্য সশ্য উৎপাদন বাড়াতে হবে, বানায়ন করতে হবে, তবে দেশ সবুজ হবে। তখই বঙ্গবন্ধু বলেছিলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশী করে গাছ লাগাতে হবে। এই কারণে বৃক্ষ রোপন কর্মসূচিটি জাতির জনকের প্রতি উৎসর্গ করা হয়েছে।
বৃক্ষ রোপন শেষে কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে ভার্চ্যূয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন বৃক্ষ রোপন কর্মসূচির সম্পর্কে অবগত করেন।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল আছে। সারাদেশে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গুরোগী ভর্তি আছে এবং প্রায় ৮২ হাজার মানুষ আক্রান্ত আছে। তবে আমরা চিকিৎসা সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। ঢাকা শহরে রোগীদের জন্য প্রায় ৩ হাজার বেড করা হয়েছে। এর মধ্যে ২ হাজারের বেশী রোগী ভর্তি আছে এবং ঢাকার বাহিরে ৫ হাজার বেড করা হয়েছে। আশা করছি,বেডের সংকট হবে না। বর্তমানে দেশের প্রচুর বৃস্টিপাত হচ্ছে এতে যেখানে সেখানে পানি জমি যাচ্ছে। ওই জমা পানিতে এডিস মশার জন্ম হচ্ছে। এতে করে মানুষজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। মানুষজনকে সচেতন হতে হবে যেখানে সেখানে যাতে পানি জমে মশার সৃন্টি না হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,আমাদের দেশের ঔষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বচ্চ পর্যায়ের স্যালাইন উৎপাদন করতে বলা হয়েছে এবং তারা সেভাবে স্যালাইন উৎপাদন করছে। কিন্তু হঠাৎ করে সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দশগুন বেড়ে গেছে। তবে আমাদের বড় সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের কোন ঘাটতি দেখা দেয় নাই। স্যালাইনের ঘাটতির আশঙ্কায় বাহিরে থেকে স্যালাইন আমদানি করব এবং সরকারি ভাবে স্টক রাখবো। যদি কোন জায়গায় ঘাটতি দেখা দেয়, তাহলে আমরা সেই ঘাটতি পূরণ করতে পারবো। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার ব্যাগ স্যালাইন লাগে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা তেমন জটিল নয়। স্যালাইন হলো ডেঙ্গুরোগীর মেইন চিকিৎসা।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন জাতির পিত রাষ্ট্রনায়ককে সপরিবারে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। যারা দেশের স্বাধীনতা চায়নি, আলবদর, রাজাকার ও দেশী এবং আন্তর্জাতিক চক্র বঙ্গুবন্ধুকে হত্যা করেছিলো।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসন সামিউল ইসলাম, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন, পরিচালক ডাঃ মো. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ।
Leave a Reply