অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৫৭০ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনার ৪৭ জন ইউওনকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চাইলে তা অনুমোদন দিয়োছে সংস্থাটি।
অশোক কুমার দেবনাথ বলেন, কমিশনে ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে কমিশন তা অনুমোদন দিয়েছে। এছাড়া এ অনুমোদনের মাঝে আরও ২০ জনের বদলির চিঠি এসেছে।
মোট কত জন ওসি ও ইউএনও বদলি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা যে শর্ত দিয়েছিলাম ওসিদের জন্য ৬ মাস সে অনুযায়ী যতটুকু জেনেছি ৩২০ জনের মতো ওসি আর ইউএনওদের ক্ষেত্রে ১ বছর সে অনুযায়ী ২৫০ জনের মতো ইউএনও বদলি হতে পারে।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সকল থানার ওসিকে এবং সকল ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি। এক্ষেত্রে যে সকল থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যে সকল ইউএনও-এর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি কার্যক্রম যা চলবে আগামী ১৫ ডিসেম্বও পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)। সুত্র:সময়ের আলো
Leave a Reply