নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. জাহাঙ্গীর আলম (দৈনিক সমকাল) সভাপতি এবং হাসান ফয়জী (দৈনিক দেশ রূপান্তর ও এস এ টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সাটুরিয়া উপজেলা অডিটরিয়ামের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে মো. শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক পদে মো. আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রানা।এছাড়া বিনাপ্রতিদন্দিতায় যারা নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান মনি।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, নির্বাচন কমিশনার ছিলেন সাজিদুর রহমান রাসেল, জাহিদুল হক চন্দন।সাটুরিয়া প্রেসক্লাবের ২৮ জন সদস্যের মধ্যে ২৭ জন সদস্য ভোট প্রধান করেন।
এর আগে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তেনে দ্বি-বার্ষিক সাধরাণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply