অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: চীনের নজিরবিহীন মহড়ার পর নিজেদের বহরে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান প্রকাশ্যে এনেছে তাইওয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনাও শুরু করছে তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দ্বীপ রাষ্ট্রটি ক্ষেপণাস্ত্র সজ্জিত এফ-১৬ভি যুদ্ধবিমানের রাত্রিকালীন মহড়া চালিয়েছে। ‘যুদ্ধপ্রস্তুতি’ অনুশীলনের অংশ হিসেবে বুধবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির বিমান ঘাঁটিতে এফ-১৬ভি যুদ্ধবিমানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান নতুন একটি উদ্যোগের আওতায় বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এ সম্মতির কথা জানিয়ে দুপক্ষই ‘অর্থনৈতিকভাবে অর্থবহ ফলাফল’ আশার প্রত্যাশা জানিয়েছে।
Leave a Reply