নারায়ণ ভোজ, শিলিগুড়ি থেকে: শীত আসতে না আসতেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জাতীয় সড়কের পাশে খেলনার পশরা নিয়ে বসেছে মুকেশ কুমার। এরা প্রতিবারই শীতের শুরুতে ব্যবসা করতে আসেন ঈদ শেষ হলে চলে যান।তারা নিজেদের পণ্য বিক্রির জন্য হাটে বাজারে কিংবা অন্য কোথাও বসেন না। প্রতিবারই মুকেশ জাতীয় সড়কের পাশে বসেন আর পথ চলতি মানুষ কিনে নিয়ে যান সুন্দর সুন্দর খেলনা সামগ্রী।
মুকেশ কুমার বলেন, তার বাড়ি রাজস্থানে প্রতিবারই ঠান্ডা শুরু হলে তারা রাজস্থান থেকে চলে আসেন শিলিগুড়ি এলাকায়। তিনি বলেন প্রতিদিন চার-পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এতে তার দুই হাজার টাকা লাভ হয়। এতেই তার চলবে বলে তিনি জানান।
Leave a Reply