নারায়ন ভোজ,শিলিগুড়ি সংবাদদাতা:ডাব গ্রাম শিল্পাঞ্চলে পণ্যবাহী ট্রাক রাখার জায়গা নেই। স্থানীয় শিল্প-কারাখানায় আসা ট্রাকগুলোকে রাখতে হয় রাস্তার ওপর। এজন্য জন্য ট্রাক টার্মিনালের দাবি জানিয়েছেন কারখানা মালিকরা। শিল্পাঞ্চলে হাজার হাজার ট্রাক যাতায়াত করলেও পার্কিংয়ের জন্য স্থায়ী কোন ব্যবস্থা নেই। ফলে রাস্তার ওপর ট্রাক রাখতে বাধ্য হচ্ছেন ট্রাক চালকরা।এতে একদিকে রাস্তায় অন্যান্য যানবাহন চলাচলে ভীষন অসুবিধা হচ্ছে। অপরদিকে রাস্তার ওপর গাড়ি রেখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ট্রাক শ্রমিকরা।
শিল্পমালিক পক্ষের ইউনিয়নের প্রাক্তন সভাপতি অজয় আগারওয়াল জানান পার্কিং জোন না থাকায় এই সমস্যা বাড়ছে।বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ডাবলু বি আয় আই আই ডিসি’র রানীনগর দপ্তর সূত্রেজানা গেছে, খুব শীগ্রই ট্রাক টার্মিনালের কাজ শুরু হবে।
Leave a Reply