সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ‘রক্তের বন্ধনে পাশে আছি আমরা’ এই শ্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের শিবালয়ে পালিত হলো সেচ্ছাসেবী সংগঠণ ‘শিবালয় ব্লাড ব্যাংকের’ ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহীকরণ ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান।
শিবালয় ৩ নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলালের সভাতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহ নুর এ আলম, শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অ,ন,ম বজলুর রশিদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, ‘শিবালয় ব্লাড ব্যাংকের’ প্রতিষ্ঠাতা সদস্য মো. রাজু আহাম্মেদ, সৈয়দ মাহমুদ হিরা প্রমুখ।
উথলী আল-এহসান ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
Leave a Reply