শিবালয় প্রতিনিধি: শিবালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের’ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার(১৫ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাতিত্ব করেন শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কাউছার মোল্লা, নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার, শিবালয় ইউনিয়ের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.এনায়েত হোসেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম এবং যুবলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
দোয়ার মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
এছাড়া সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply