শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফাহিম খান রনি ব্যক্তি উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে আরিচা ও পাটুরিয়া নৌ বন্দর এলাকায় আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফাহিম রহমান খান রনি, রানার গ্রুপের পরিচালক ইমরান ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ রহমান খান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ লুৎফর রহমান, সদস্য আবু আহাদ, শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার মোল্লা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসনাত আওয়ালসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সবশেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া বন্দর এলাকার হাজার হাজার নানা শ্রেণী পেশার মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।
Leave a Reply