শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ের শিমুলিয়া ইউনিয়ের বিভিন্ন এলাকায় উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সরন্মজাম ভেশাল , চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়েছে।
সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আনিসুর রহমান খান।
অভিযানে ২৫ টি চায়না দুয়ারী জাল, ০৫টি ভেসেল জাল ও প্রায় ০১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। জব্দকৃত মাছ ধরার এ অবৈধ সরন্মজান উপজেলা প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মোঃ আনিছুর রহমান খান।
Leave a Reply