শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে এই প্রথম অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী মেলা।যে মেলার নাম হচ্ছে “জব ফেয়ার মেলা”।
শনিবার শিবালয় উপজেলা পরিষদ চত্ত্বরে মানিকগঞ্জ জেলা থেকে বেকারত্ব দূরীকরণের লক্ষে জেলা প্রশাসনের্ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন।
উক্ত কর্মসূচির স্বপ্নদ্রষ্টা জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান। এরপর বেকারত্ব দূরীকরণ বিষয়ক কর্মসূচি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।
জেলা প্রশাসকের দিক নির্দেশনায় তৈরিকৃত বেকার বান্ধব অন লাইন ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার), উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান(জানু) প্রমুখ।
উল্লেখ্য, “শিবালয় উপজেলা থেকে বেকারত্ব দূরীকরণ ” শীর্ষক কর্মসূচির আওতায় জেলা প্রশাসন কর্তৃক ১৩ টি শিল্প প্রতিষ্ঠান ও ১৩ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে জব , ফেয়ার মেলার আয়োজন করা হয়। এ থেকে ৪২ জন চাকুরীপ্রার্থী নিয়োগপত্র পেয়েছেন বলে প্রশাসন সু্ত্রে জানা গেছে।
Leave a Reply