নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরিচা ঘাট থেকে তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
শিবালয় উপজেলার যমুনা নদীর পার এলাকার চারটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৮ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০০(পাঁচ হাজার) ফুট পাইপ অকেজো করা হয়।তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান। ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
Leave a Reply