সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ত্রি-বার্ষিকী সম্মেল অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে কে,এম ওবায়দুল ইসলামকে সভাপতি এবং ইন্দ্রজিৎ কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে জাসদ শিবালয় উপজেলা শাখার ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
প্রধান অতিথি জাসদের কেন্দ্রীয় কমিটি’র য্গ্মু-সাধারণ সম্পাদক মো. শওকত রায়হান।
জাসদের শিবালয় উপজেলার শাখার সভাপতি কে,এম, ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা আনায়ারুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা সারোয়ার আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটি’র জাসদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, ঘিওর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, হরিরামপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাতীয় যুবজোট মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান প্রমুখ।
Leave a Reply